প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ চা শ্রমিকদের সাথে কথা বলে তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা শ্রমিকরা। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেণ পাল বলেন, প্রধানমন্ত্রী সব দাবি পূরণের আশ্বাস দেওয়ায় বাংলাদেশের সকল চা শ্রমিকদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দিসহ বিভিন্ন ভ্যালি কমিটির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল