সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার নগরবীদ ও বিশেষজ্ঞদের দ্বারস্থ হচ্ছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন সিলেটের কেন্দ্রীয় বাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মেয়র বলেন বলনে, ‘শুধু বলা হচ্ছে, অপরিকল্পিত উন্নয়নের কারণে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অথচ কোনটি অপরিকল্পিত উন্নয়ন কেউ বলছেন না। ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা না পাওয়া, পানি নিষ্কাশনের মাধ্যম ছড়া-খালের উৎসমুখ সুরমা নদী ভরাট হয়ে যাওয়াসহ নানা কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। উন্নয়ন অপরিকল্পিত হয়নি।
তবুও নগরবাসীকে ভোগান্তি থেকে রেহাই দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি শিগগির বিশেষজ্ঞ একটি টিমের সঙ্গে বৈঠকে বসবো। আমরা তাদের পরামর্শমতো প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
বিডি প্রতিদিন/আবু জাফর