সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মো. রুবেল মিয়া (১১) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোরব) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন শফিক মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে।
মৃত কিশোর রুবেল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার করমশী গ্রামের মাসুক মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিল সে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রুবেলের পিতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, রুবেল ছোটকাল থেকেই বাকপ্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল। ঘটনার দিন সকালে সে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে মৃত্য অবস্থায় উদ্ধার করা হয়। এটি নিছক দুর্ঘটনা। এ নিয়ে কারো প্রতি আমাদের কোন সন্দেহ কিংবা অভিযোগ নেই।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই মো. আজহার বলেন, তদন্ত শেষে বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ