সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার ভোর ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম কালা ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে জুবের আহমদ, আবদুল খালিকের ছেলে রুবেল আহমদ ও সুহেল আহমদ।
স্থানীয় সূত্র জানায়, কামরুল ইসলাম কালাসহ গ্রামের চার যুবক মিলে দরগাবাহারপুর গ্রামের পার্শ্ববর্তী মেঘনা বিলে মাছ ধরছিলেন। এসময় বজ্রপাতে কামরুল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর তিনজন।
জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহত কামরুলের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছেন। আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম