হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে হবিগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের নিমতলায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান হবিগঞ্জ জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির এমপি, জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারিসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও নানা অনুষ্ঠান ও আলোচনার সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা