সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আবদুশ শহীদ নামে স্থানীয় সাবেক ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ২ নম্বর ওয়ার্ডের মাদানীয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করে থানা পুলিশ।
আবদুশ শহীদ পৌর শহরের জানাইয়া মশুলা গ্রামের মৃত হাজী তোতা মিয়ার ছেলে। আটক অপর তিনজন হলেন-আবদুশ শহীদের ভাই যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন, মাওলানা সালেহ আহমদ ও উজ্জ্বল নামে এক ভোটার। তারা সবাই ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস সালামের সমর্থক ও চাচাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাদানীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ইভিএমে সমস্যা দেখা দেওয়ায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজর আলী সেখানে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রের বাইরে থাকা অপর কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম ও তার সমর্থকদের পাশাপাশি অন্য কাউন্সিলর প্রার্থীরা উত্তেজিত হয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাঠিপেটা শুরু করে পুলিশ।
এ সময় সেখান থেকে দৌড়ে সরে যেতে গিয়ে আহত হন আবু সাইদ নামের এক ব্যক্তি। পরে এ ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আবদুশ শহীদ। এ নিয়ে পুলিশ ও তার ভাইদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই