সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মোগলাবাজার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সকাল পৌনে ৮টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম