সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি হত্যা মামলার এক আসামি এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জুনায়েদ আহমদ নামের ওই হাজতি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন।
কারান্তরীণ অবস্থায় পরীক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।
তিনি জানান, জুনায়েদ আহমদ হবিগঞ্জের শানু মিয়ার ছেলে। একটি বিচারাধীন হত্যা মামলায় কারান্তরীণ আছেন তিনি। এইচএসসি পরীক্ষা দেওয়ার সুবিধার্থে হবিগঞ্জ কারাগার থেকে জুনায়েদকে সিলেট কারাগারে প্রেরণ করা হয়।
মঞ্জুর হোসেন আরও জানান, কারাগারে বোর্ডের নিয়োগকৃত একজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ।
এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে প্রায় ৬৭ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯৬৮ জন। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন