পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ২০ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হচ্ছে না। এসএসসি পরীক্ষার জন্য সিলেট মহানগর পুলিশের জারিকৃত গণবিজ্ঞপ্তি ও নিষেধাজ্ঞার কারণে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার সংবাদ সম্মেলন করে গণসমাবেশের তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠকে গণসমাবেশস্থল হিসেবে বেছে নেয় বিএনপি। ২০ নভেম্বর গণসমাবেশ সফলে বিভাগজুড়ে সভা-সমাবেশ ও প্রচারণা চালিয়ে আসছিল। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের ভেতরে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিএনপির গণসমাবেশস্থলের ২০০ গজের মধ্যেই সরকারি আলিয়া মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র। পূর্বনিধারিত ২০ নভেম্বর এইচএসসি পরীক্ষাও রয়েছে। তাই পুলিশের নিষেধাজ্ঞার কারণে গণসমাবেশের তারিখ একদিন এগিয়ে ১৯ নভেম্বর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গণসমাবেশের নতুন তারিখ ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজজামান সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই