সিলেটে সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার মারা গেলেন দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন এক ছাত্রলীগ নেতা। গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়ান হাবীব জুয়েল (২৪) নামের ওই যুবক মারা যান।
জুয়েল জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। তিনি বীরশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মৃত আবদুর রহিমের ছেলে।
গত ২৭ অক্টোবর শেওলা-জকিগঞ্জ সড়কের ঈদগাহ বাজারে ব্যাটারী চালিত একটি রিকশার সাথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন জুয়েল। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে সিলেটে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে সিলেট-জকিগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন মারা গেছেন। এর মধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন