সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য। তারা কিছু আদায় করতে পারবে ভেবে এ রকম কিছু করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা দুইটার দিকে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্স বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোমেন।
বিএনপিকে ইঙ্গিত করে মোমেন বলেন, আমাদের বিরোধীদল (বিএনপি) অসহযোগ করে। তাদের অভিযোগ মিথ্যে প্রমাণিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার দল ও নৌকাকে জনগণ ভোট দিয়ে স্থায়িত্ব এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। এজন্য তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি বলেন, ‘সিলেটের জনগণ আমাকে ভোট দিয়েছেন। এখানে একটি সুন্দর নির্বাচন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছেন। তারা যে আমাকে এতো পছন্দ করেন তা আমি জানতাম না। তাদের ভালবাসায় আমি নিজেকে ধন্য মনে করি।’
বিডি-প্রতিদিন/বাজিত