চট্টগ্রামের ফটিকছড়ি থানার ওসি জাকের হোসেন ও এএসআই মোহাম্মদ সাহাবুদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে ফটিকছড়ি থানা অভ্যন্তরে একটি সভা চলাকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনা জানাজানি হওয়ার পর শনিবার ফটিকছড়ি থানা পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, ‘থানা অভ্যন্তরে একটি সভা চলাকালে ওসি’র সাথে এএসআই’র উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে থানার অন্যান্য অফিসাররা এসে তাদের শান্ত করে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের বেশ ভালই বাক্য বিনিময় হয়েছে, কোন হাতহাতির ঘটনা ঘটেনি। সাহাবুদ্দিনকে থানা থেকে বদলি করা হয়েছে।’
জানা যায়, পুলিশ সুপারের নির্দেশিত বিশেষ অভিযান পরিচালনার জন্য বৈঠকে বসেছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ওসি জাকের হোসাইনের সাথে এএসআই মো. সাহাবুদ্দিনের বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে উপস্থিত অন্য কর্মকর্তারা তাদের শান্ত করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন