চট্টগ্রামের সাতকানিয়ায় এক ট্রাকচালকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার রাত ৯টার দিকে উপজেলার বাজালিয়ার বড়দুয়ারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত এ ট্রাকচালকের নাম আবদুস ছবুর (৪০)। তিনি পশ্চিম বড়দুয়ারা এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, মূলত গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন