চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মালিক পক্ষ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির কথা বলা হলেও ক্ষতি প্রকৃত চিত্র পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট স্টেশনের ১০টি গাড়ি পাঠানো হয়। ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। মঞ্জুরুল হকের মালিকানাধীন ওই কারখানা দোতলা ভবনের ওপরে টিনের ছাউনির প্লাস্টিক ওয়ার্কশপে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ডেকোরেশন সামগ্রী, কাপড়, আসবাব, লাইটিং সামগ্রী, মেশিনারিজ, প্রিন্টিং সামগ্রী, অবকাঠামো পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত