চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের ভেতর থেকে তাকে আটক করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বায়কে ঘিরে নাশকতা হতে পারে এমন আশঙ্কায় পুলিশ নাসিমন ভবন অবরুদ্ধ করে রাখে।
দুপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পরে ভবনের ভেতরে ঢুকে ডা.শাহাদাৎসহ কমপক্ষে ১৫ জনকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা