চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আকতার (২১) পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে নগরীর খুলশী থানার গরীবউল্লাহ হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। সায়মা ওই এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার