সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রায় অর্ধশতাধিক ছেলেমেয়ে অবস্থান নেন। এসময় তারা কোটার পক্ষে বিভিন্ন স্লোগানও দেন। অনেকে হাতে জাতীয় পতাকা তুলে রাখেন এবং কারও কারও কপালে লাল-সবুজের পতাকা দেখা যায়।
আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়ে সড়কে দাঁড়ান চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুক্তিযোদ্ধা কোটার পক্ষে তরুণ-যুবকরা প্রেসক্লাবের সামনে রাস্তায় অবস্থান নিলেও সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তাই যানজট বা কোনো ধরনের বিশৃংখলা ঘটেনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন