চট্টগ্রাম বন্দরে এসেছে পৌঁছে আরো তিনটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের দাবি ‘কি গ্যান্ট্রি ক্রেন’গুলো ট্র্যাকে বসানো হবে। এগুলো কাজ শুরু করলে পণ্য খালাসের গতি আর বাড়বে।
এ নিয়ে চট্টগ্রাম বন্দরে যুক্ত হয়েছে ছয়টি ‘কি গ্যান্ট্রি ক্রেন’।
শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে গ্যান্ট্রি ক্রেন তিনটি নিয়ে আসে চীনা জাহাজ ‘এমবি জিন চেন হাই ইয়াং।
বন্দর পর্ষদের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, ‘তিনটি কি গ্যান্ট্রি ক্রেন নতুন করে বন্দরে যুক্ত হওয়ায় সক্ষমতা বাড়বে। কন্টেইনার ডেলিভারির কাজ দ্রুততর হবে।’ তিনি বলেন, ‘৩৪৫ কোটি টাকা ব্যয়ে ছয়টি গ্যান্ট্রি ক্রেন কেনা হয়েছে। আরও চারটি গ্যান্ট্রি ক্রেন কেনার জন্য চীনের সঙ্গে চুক্তিও করেছে বন্দর কর্তৃপক্ষ।’
বন্দর সূত্রে জানা যায়, এনসিটির ৩, ৪ ও ৫ নম্বর জেটিতে দুটি করে মোট ছয়টি গ্যান্ট্রি ক্রেন বসানো হবে। গ্যান্ট্রি ক্রেনগুলো জাহাজ থেকে স্বয়ংক্রিয়ভাবে কন্টেইনার ওঠা-নামা করবে। আগে পুরনো পদ্ধতিতে জাহাজের ক্রেন ব্যবহার করে কন্টেইনার ওঠা-নামা করতে সময় বেশি লাগত। ২০০৭ সালে এনসিটি নির্মাণের ১১ বছর পর বন্দরের বহরে ‘কি গ্যান্ট্রি ক্রেন’ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন