ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি থেকে কন্টেইনার ছিটকে পড়ে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ওই ভ্যান চালকের নাম মোহাম্মদ রয়েল (৪০)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ হারুন পাশা বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী পিকআপ ভ্যানের উপর ঢাকামুখী একটি লরি থেকে কন্টেইনার ছিঁটকে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। লরিটি দ্রুত চলে যায়। দুর্ঘটনায় ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল