চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের গোল্ডেন আইরন ওয়্যারিং লিমিটেডের কারখানায় কাজ করার সময় গায়ের উপর লোহার রড পড়ে মো. বিপ্লব (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে।
বিপ্লব কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. জলিল আহমদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৮/আরাফাত