বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের টিকেট কালোবাজারীর অভিযোগে নারীসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- চাঁন মিয়া (৩৭), জাহাঙ্গীর (৩৫), মো. তারেক (৫০), সুবর্ণা (৩০) ও রোজিনা (১৮)। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের ১৪৭ টি টিকেট জব্দ করা হয়। শুক্রবার ভোরে নগরীর লালদীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন ক্লাব থেকে এসব টিকেট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির জন্য চট্টগ্রাম আসে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন