চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ২২৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। সোমবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. মোজাম্মেল (৩০), মো. আবদুর রহিম (৪০) ও নুর ইসলাম (২৮)। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার