চট্টগ্রামের কোতোয়ালিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় শ্যামল দে নামে আরেক আসামি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। শ্যামল দে নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন