ঋতু রাজ বসন্ত। চলছে শীতের আমেজ। এই আমেজে যোগ হচ্ছে বসন্তের উষ্ণতা। সঙ্গে দখিনা হাওয়া। হাওয়ায় উড়ছে হলুদ রঙের বাহারি পোশাক। শীত-বসন্তের লুকোচুরি খেলায় এসেছে বাঙালির অন্যতম উৎসব বসন্ত। আর এই বসন্তকে বরণ করা হচ্ছে হলুদ রঙে। হলুদ রঙের বর্ণিল আলোয় দেদীপ্যমান করেছে পুরো উৎসবকে। শীতে হিমেল আবেশে যেন পরশ বুলাচ্ছে বসন্তের হৃদয় নিঙড়ানো আবেগ।
চলছে বসন্ত উৎসব। চট্টগ্রামে সরকারি এবং শিল্প-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজন করা হয়েছে বসন্ত বরণ অনুষ্ঠান।
বসন্ত বরণ উৎসবে সর্বত্র দেখা দিয়েছে হলুদের জয়জয়কার। অনুষ্ঠানে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রাণবন্ত করেছে বসন্ত বরণ উৎসবকে। অনুষ্ঠানে শিশুদের নৃত্য নজর কাড়ে সকলের।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলমান বই মেলা প্রাঙ্গনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ। বসন্ত উৎসব অনুষ্ঠানে গান পরিবেশন এবং অভিজ্ঞতা বিনিময় করেন বরেণ্য শিল্পী তপন চৌধুরী। তাছাড়া অনুষ্ঠানে বসন্ত সাজে সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমি
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার বিকালে অনুষ্ঠিত হয় বর্ণিল বসন্ত উৎসব। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, শিল্পী মো. মোস্তফা কামাল প্রমূখ।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীদের গান, আবৃত্তি, নৃত্য এবং বিশিষ্ট কবিদের স্বরিচত কবিতা পাঠ ছিল আকর্ষণীয়।
প্রমা আবৃত্তি সংগঠন
প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে নগরের সিআরবি শিরীষতলায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উদ্বোধক ছিলেন কবি আবুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান। সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রেখে আমরা এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বসন্ত উৎসবও এক অন্যতম অনুষঙ্গ। আমরা যত বেশি সুষ্ঠু সংস্কৃতি লালন করব তত বেশি আমাদের প্রজন্ম দেশ এবং দেশের সংস্কৃতির প্রতি অনুরাগী হবে।’
অনিন্দ্য ব্যানার্জি বলেন, বসন্তে প্রকৃতি সেজেছে অন্যরূপে। বাংলাদেশ ও ভারত দুইদেশে প্রাচীনকাল থেকে বসন্ত উৎসব হয়ে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনে বর্ণিল আয়োজন হয় বসন্তে। তাই বলা যায়, বসন্ত উৎসব বাঙালির অবিচ্ছেদ্য অংশ।
বোধন আবৃত্তি পরিষদ
বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে সকাল থেকে নগরের শহীদ মিনার প্রাঙ্গনে বসন্ত উৎসবের আয়োজন করে। বোধনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে ফাগুনের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন