'মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ ওহাব ছিলেন উত্তর চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অন্যতম সংগঠক। দুঃসময়ে তার যে অবদান ছিল তা স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ রাজনৈতিক চর্চা বর্তমান সময়ে বিরল। তাকে অনুসরণ করলে রাজনীতির সুস্থধারা ফিরে আসবে।'
এমএ ওয়াহাবের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুরে মরহুমের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের জামাতা ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাঈনুদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, অর্থ সম্পাদক ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে, সাধারণ সম্পাদক আবদুল জব্বার সোহেল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী পালিত প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল