চট্টগ্রাম ইউমেন চেম্বারের উদ্যোগে নগরের পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ১৩তম ‘ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ’। শুক্রবার বিকেল ৩টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী মেলার উদ্বোধন করবেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব তথ্য জানান মেলা কমিটির আহ্বায়ক ও উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ডা. মুনাল মাহবুব।
এ সময় উপস্থিত ছিলেন আবিদা মোস্তফা, সহ সভাপতি রেখা আলম চৌধুরী, চেম্বারের পরিচালক রুজিনা আকতার লিপি, নারীনেত্রী নিশাত ইমরান, সাহেলা আবেদীন, শারমিলা রিমা, ফেরদৌসী ইয়াসমিন খানম প্রমুখ। এবারের মেলায় ছোট-বড় সাড়ে তিনশ’ স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। ১২-১৬ নভেম্বর হবে ষষ্ঠ এসএমই ব্যাংকিং ম্যাচ মেকিং ফেয়ার ২০১৯। প্রতি সপ্তাহে প্রবেশ টিকিটের ওপর আছে মোটরসাইকেলসহ ৫১টি পুরস্কার। মেলার স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, সিটি ব্যাংক, ইস্পাহানি গ্রুপ ও টেলিটক।
লিখিত বক্তব্যে ডা. মুনাল মাহবুব বলেন, ‘এ মেলা দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্য সম্মিলন। এ বছর বাহরাইন, কাতার, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রতিনিধি মেলা পরিদর্শনে আসছে। মেলার কান্ট্রি পার্টনার হয়েছে ইন্দোনেশিয়া।’
তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রিনা পি সোমারনো, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, লায়ন জেলা গভর্নর কামরুন মালেক প্রমুখ।’
বিডি প্রতিদিন/এ মজুমদার