পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে আগামী ১০ নভেম্বর রবিবার এশিয়ার বৃহত্তম ঐতিহ্যবাহী জশনে জুলুস বের করা হবে। জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ)।
উপস্থিত থাকবেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মজিআ)। এবারের জুলুসে ৬০ লাখের বেশি মানুষ জমায়েত হওয়ার আশা প্রকাশ করা হয় আয়োজক ট্রাস্ট।
রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমানের উপদেষ্টা ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসীন, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, আনজুমানের এডিশনাল সেক্রেটারি শামসুদ্দিন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবার জশনে জুলুস সকাল ৯টায় বের হবে। জুলুস বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার, প্যারেড কর্নার, সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, প্রেসক্লাব, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, মুরাদপুর হয়ে জামেয়া মাদ্রাসা ময়দানে মিলিত হবে। কাজীর দেউড়ি মোড়ে অস্থায়ী মঞ্চে হুজুর কেবলা বক্তব্য দিবেন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করবেন।
বিডি-প্রতিদিন/শফিক