পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)-উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুস আজ রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। নগরীর চারদিকে ফটক, তোরণসহ অনেক কিছুই সাজানো হয়েছে। এবার প্রায় ২০ লাখের বেশি লোক সমাগমের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তাও জোরদার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
এবার জশনে জুলুসের ৪৮তম আয়োজন। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত এ জুলুস সুন্দর ও সুষ্টুভাবে শেষ করতে বিভিন্ন রোডম্যাপ, প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্পটে। সাজানো হয়েছে বিশাল মঞ্চও।
লাখ লাখ মানুষের উপস্থিতিতে এ জুলুসে নেতৃত্ব দিচ্ছেন সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহর (মা.জি.আ.)। সাথে আছেন শাহাজাদা হযরতুলহাজ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ) ও শাহাজাদা আল্লাম সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মা.জি.আ)।
এর আগে ১৯৭৪ সালে নগরীর ভলুয়ারদিঘির খানকাহ থেকে মাত্র হাজার দুয়েক লোক শুরু করেছিলেন জশনে জুলুস। হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ’র (রহ.) নির্দেশনায় ১২ রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) জুলুস বের হয়েছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম