মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিল করেছেন আমিন জুট মিলের শ্রমিকরা।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, আমাদের কোনো দাবিই পূরণ হয় নি। গত রমজানেও আন্দোলন করেছি। সরকারি ও অন্যান্য করপোরেশনের কর্মচারীরা পেয়েছেন জাতীয় মজুরি কমিশন ২০১৫ স্কেল। ৫ বছর অতিক্রান্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা পাননি। যে ন্যূনতম মজুরি পাই তাও ১০ সপ্তাহ পর্যন্ত বকেয়া। অনেক শ্রমিক অবসরে গেলেও তাদের এককালীন পাওনা পাননি। মানবেতর জীবনযাপন করছেন তারা। এমনকি পাওনা ছাড়াই অনেক শ্রমিক মারা গেছেন।
সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের জুট মিল গেট থেকে ভুখা মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমান, মো. মোস্তফা, শামসুল আলম, কামাল উদ্দিন প্রমুখ। তাছাড়া ২৭ নভেম্বর আমিন জুট মিল গেটে প্রতীকী অনশনের ঘোষণা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার