আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে গণপ্রতিরোধ গড়ে তোলে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। রবিবার সন্ধ্যায় নগরীর জামালখান ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের সাথে মতবিনিময় এবং করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২১ নং জামালখান ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মনজুুল আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটি সদস্য কামরুল ইসলাম, এইচ এম রাশেদ খান, মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম মনি বিএনপি নেতা জাকির হোসেন, আবু মোহাম্মদ মহসিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা পূর্ণ গঠনে গণ প্রতিরোধের কোন বিকল্প নেই। তাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার