চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কারচুপি হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভায় এ হুশিয়ারি দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, চসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই সবার কাছে গ্রহণযোগ্য হবে। যদি চসিক নির্বাচনে কারচুপির করে ভোট ডাকাতি করা হয় তাহলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।
সভাপতির বক্তব্যে চসিক মেয়র প্রার্থী ডা, শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের ইতিমধ্যে বলেছেন, যদি দেশে সুষ্ঠু ভোট হয় তাহলে আওয়ামী লীগের কোন এমপি পালানোর সুযোগ পাবে না। এটাই হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। আওয়ামী লীগ বর্তমানে জোর করে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে।
পরিচিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এড, আব্দুস সাত্তার, ইয়াসিন চৌধুরী লিটন এবং কামরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর