বিপ্লবীদের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি উঠে এসেছে দীর্ঘদিন ধরেই। সেই দাবিতে মাঠে নেমছে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রসহ একাধিক সংগঠন। এটা নিয়ে দেশের তথা চট্টগ্রামের বিশিষ্টজনরা একমত পোষণ করে সংবাদ সম্মেলনও করেছেন মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে। এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, কবি-সাংবাদিক আবুল মোমেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুালেন প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ অনেকেই।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত দেড়শ' বছরের পুরনো ভবন ভাঙার অপচেষ্টা বন্ধ করে একই স্থানে বিপ্লবীদের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি উঠে আসছে দীর্ঘদিন ধরেই। দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত ও নেলী সেনগুপ্তের ওই জায়গার যেসব জাল দলিল সৃজন করা হয়েছে তা দেশের ঐতিহ্য কৃষ্টি রক্ষার স্বার্থে বাতিল ঘোষণা, চট্টগ্রাম জেলা যুগ্ম জজ প্রথম আদালত থেকে প্রদত্ত আদেশ ও উচ্ছেদ অভিযান পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসন ও ভূমি অফিসকে না জানিয়ে সরকারি অর্পিত সম্পত্তি দখল করতে পুলিশি তৎপরতার যথাযথ তদন্ত, অর্পিত সম্পত্তিটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে হস্তান্তর করে ঐতিহাসিক ভবনটি অক্ষত রেখে পেছনে বহুতল ভবন তৈরি করে ব্রিটিশবিরোধী আন্দোলন স্মৃতি জাদুঘর ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা এবং ট্রাস্টি বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলননে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান ছাড়াও আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার