নগরীতে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মানিক নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর পতেঙ্গা থানাধীন স্টিল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক ওই এলাকায় একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতো।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ওয়ার্কশপ থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন মানিক। এসময় রাস্তা পার হওয়ার একটি দ্রুতগতির ক্যাভার্ড ভ্যান মানিককে ধাক্কা দেয়। এতে মারাত্মক ভাবে আহত হয় মানিক। পরে স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর