চট্টগ্রাম নগরীতে ঘর ভাড়া নিয়েই চলছিল জুয়ার আসর। দীর্ঘদিন ধরে চলা আসা আসরটিতে অবশেষ বাগড়া দিয়েছে পুলিশ। এসময় জুয়ার আসরের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ৯ জনকে।
তারা হলেন- মো. জসিম, মো. রুবেল, মো. জসিম, মো. মনির, সিরাজ, সুমন, মো. মনির, মো. জাহাঙ্গীর আলম, খোকন এবং নুরুজ্জামান। আজ রবিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার আবিদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আবিদারপাড়া এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে আসর আসর পরিচালনা করে আসছিল একটি চক্র। গোপন সূত্রে এ তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়ার আসর থেকে ৯ জন গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর