চট্টগ্রাম নগরের বস্তিতে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে টিকা কার্যাক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। প্রথম ধাপে বিশেষ কর্মসূচির আওতায় নগরের খুলশী থানাধীন ঝাউতলা ছিন্নমূল বস্তির দুই হাজার বাসিন্দাকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ প্রথম দিনে ৫০০ জনকে দেয়া হয়।
জানা যায়, প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ছাড়াই রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলছে। টিকা পেয়ে অনেক খুশি বস্তিবাসী। সময়ের আগেই ভিড় করেন টিকা দিতে। দীর্ঘ লাইন ধরে টিকা গ্রহণ করেন প্রত্যাশীরা। টিকা প্রদান কার্যক্রম তদারকির জন্য তিন সদস্যের একটি টিম গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, ‘ঝাউতলা ছিন্নমূল বস্তির দুই হাজার বস্তিবাসীকে টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনে ৫০০ এবং আগামী ২৩, ২৪ ও ২৫ নভেম্বর তিন দিনে বাকি দেড় হাজার টিকা দেওয়া হবে। তাছাড়া সোমবার দুপুর ১টায় সিভিল সার্জন কার্যালয়ে দ্বিতীয় লিঙ্গের ৫০০ জনকেও টিকা দেওয়া হবে।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ বস্তিশুমারির ২০১৪ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট বস্তির মধ্যে ১৬ শতাংশ বা ২ হাজার ২১৬টি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়। এসব বস্তিতে মোট ১ লাখ ২৮ হাজার পরিবার বসবাস করে। প্রতিটি পরিবার বা খানার গড় সদস্য সংখ্যা ৩ দশমিক ৭৩।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন