চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কোরবান আলী সোহেল হত্যা মামলার দুই নম্বর আসামি আব্দুল মোমিন সুমনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় র্যাব এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃত আব্দুল মোমিন সুমন উপজেলার দোয়াজী পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় সীতাকুণ্ড থানা এলাকায় কোরবান আলী সোহেলকে ধারাল ছোরা দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২৯ মে সোহেলের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, সোহেল হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ঘটনায় ছায়াতদন্ত শুরু করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম