আইজিপি জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব-১৯) টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ারা মডেল থানা। শনিবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সীতাকুণ্ড মডেল থানাকে হারিয়ে এ গৌরব অর্জন করে।
ফাইনাল শেষে বিজয়ীদের সাথে পুরস্কার তুলে দেয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. জাকির হোসেন খান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম সিজেকেএস কাবাডি কমিটির চেয়ারম্যান চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী।
অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন বলেন, কাবাডি ফেডারেশন গঠন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ খেলা এখন গ্রাম ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। খেলার মাধ্যমে মানসিকতার পরিবর্তন হয়। খেলা হচ্ছে মেধা বিকাশের অন্যতম প্লাটফর্ম।
পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ঐকান্তিক প্রচেষ্টায় এ খেলা আয়োজন করা সম্ভব হয়েছে। মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনও বিকল্প নেই।
বিডি প্রতিদিন/এএম