ভোটের সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা যান তিনি।
মনির উদ্দিন তালুকদার ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের আগেই হঠাৎ তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর পেয়েছি। আইন অনুযায়ী তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, যদি মনির উদ্দিন নির্বাচিত হয়েই যান, তবে সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই ওয়ার্ডে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে পটিয়া উপজেলার সহিংসতার আশঙ্কায় তিনটি ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা।
বিডি প্রতিদিন/হিমেল