চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষাটোর্ধ্ব বয়সীদের টিকা দেওয়ার মধ্য নিয়ে চট্টগ্রামে করোনার বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে।মঙ্গলবার সকালে ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রতিদিন ১৫০ থেকে ১৬০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। প্রথম দিনে ১৬০ জনকে টিকা দেয়া হয়। টিকা মজুদ থাকা সাপেক্ষ এ কার্যক্রম চলমান থাকবে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে বুস্টার ডোজ প্রদান শুরু করা হয়। পটিয়া ও কর্ণফুলি উপজেলার ষাটোর্ধ্ব বয়সীরা এ টিকার আওতায় আসবেন। এরমধ্যে আমরা টিকার ম্যাসেজ পাঠিয়েছি। যারা টিকার ম্যাসেজ পেয়েছেন তারাই বুস্টার ডোজ পাবেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, আমাদের প্রথম প্রাধান্য ফাইজার, দ্বিতীয় মর্ডানা এবং তৃতীয় অ্যাস্ট্রাজেনেকা। যেসব কেন্দ্রে ফাইজার টিকা দেওয়ার ব্যবস্থা নেই, তারা চাইলে অন্য টিকা দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে পারেন। সে হিসেবে পটিয়া উপজেলায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা অনুযায়ী টিকা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম