চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও মুরগির দাম। তবে অপরাপর ভোগ্যপণ্যের দাম বেড়েছে। প্রতিনিয়ত প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়ার কারণে নাভিশ্বাস ওঠছে নিম্ন ও মধ্যবিত্তের জীবনে।
জানা যায়, গত এক সপ্তাহে আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকা। আজ বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকা। প্রতি ডজন ডিম বিক্রি হয়েছিল ১৪৫ থেকে ১৫০ টাকা যা আজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা।
নগরের কাজীর দেউড়ি বাজারে ৫০ কেজির প্রতিবস্তা চালে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে সঙ্গে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, ছোলার দামও বেড়েছে। কমেছে পিঁয়াজ, রসুন, আদা, ডিম ও ব্রয়লার মুরগির দাম। বাজারে শীতকালীন সবজি শিম ১০০ থেকে ১৫০ টাকা, পটল, করলা, বেগুন, লতি প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, দেশি আলু ১৬০ টাকা, প্রতি কেজি পিয়াজ ৪৫ টাকা, দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা, চায়না আদা ১৮০ থেকে ১৯০ টাকা বিক্রি হচ্ছে।
বকসি হাটের সবজি বিক্রেতা কামাল উদ্দিন বলেন, বাজারে নতুন শিম এসেছে। তাই দাম একটু বেশি। তবে আর কয়েকদিনের মধ্যে সব ধরনের সবজির দাম কমবে।
সবজি বিক্রেতা মিনহাজ বলেন, আগের চেয়ে ডিম ও মুরগির দাম কমেছে। সবকিছু স্বাভাবিক থাকলে ডিম ও মুরগির দাম আরও কমার সম্ভাবনা আছে।
বিডি প্রতিদিন/হিমেল