চট্টগ্রাম নগরীর একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার নগরীর হালিশহরের বড়পুল এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার অবৈধভাবে মজুদ করা একটি চিনির গুদামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তা চিনি জব্দ করেছি। সব মিলিয়ে এ গুদামে ২৯ টন চিনি রয়েছে। জব্দ করা চিনিগুলো অনেক আগের কেনা। কম দামে কিনে, বেশি দামে বিক্রি করছিল তারা।
বিডি প্রতিদিন/এমআই