চট্টগ্রামের রাউজান থানার রাবার বাগান এলাকায় অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. সৈয়দ হোসেন প্রকাশ ফারুক (৩১) নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ হোসেন রাঙ্গুনিয়ার ইসলামপুরের বটতলা এলাকার বেলাল হোসেনের ছেলে।
চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, রাউজানে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সৈয়দ হোসেন নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/এএম