মিয়ানমার থেকে আসা একটি জাহাজ থেকে বিদেশি হুইস্কি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার MV MCL6 নামে জাহাজে রামেজিং করে ৬১ বোতল (৪২ দশমিক ৬৫ লিটার) হুইস্কি জব্দ করা হয়।
ওই হুইস্কি জাহাজের ক্রু কনজাম্পশনের অতিরিক্ত অর্থাৎ ঘোষণা বহির্ভূত। জাহাজটি রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশে আসে।
জব্দকৃত হুইস্কি কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দার একজন কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত