চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ক্যান্টিন আল সাফী হোটেল এন্ড রেস্টুরেন্টের অভ্যন্তরের নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বিক্রয় এবং অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস এক সঙ্গে সংরক্ষণ করার অপরাধে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের স্বাস্থ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, ভ্রাম্যমাণ আদালতের পেশকার আবু জাফর প্রমুখ।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, একটি হাসপাতালের কেন্টিন এমন নোংরা হওয়াটা দুঃখজনক। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেন্টিনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএ