চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পদুয়া ইউনিয়নে গরুর গলার রশি খুলে দেয়াকে কেন্দ্র করে দুই ভাই খুনের ঘটনায় মামলা দায়ের করেছেন তাদের পিতা জহিরুল ইসলাম। শুক্রবার দিবাগত রাত দুইটায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের হয়। মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, মামলায় একই এলাকার শফিকুল ইসলাম (৬২) ও তার ছেলে সাইফুল ইসলাম (৩৫), খোরশেদ আলম (২৮) ও মোরশেদ আলমকে (২৩) আসামী করা হয়েছে। এদের মধ্যে শফিকুল ও খোরশেদকে ঘটনার পরই আটক করা হয়। বাকী দুজন পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।
শুক্রবার বিকেলে পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে বাড়ির পাশের জমিতে ঘাস খাওয়ার সময় গরুর গলার রশি খুলে দেয়াকে কেন্দ্র করে বিতন্ডায় জড়িয়ে প্রতিপক্ষের হামলায় খুন হন দুই সহোদর জালাল উদ্দিন (২৮) ও ভাই কামাল হোসেন (২৫)। এ সময় ঘটনাস্থল থেকে শফিকুল ও তার ছেলে খোরশেদকে আটক করে পুলিশ।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়না তদন্ত শেষে শনিবার দুপুরের পর নিহতদের দাফন সম্পন্ন করা হয়। ঘটনায় সময় অভিযুক্তদের হামলায় আহত প্রতিবেশি ইদ্রিছ ও তার তিন ছেলে মো. বাদশা, সালাউদ্দিন ও মো. রানা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী।
বিডি প্রতিদিন/এএম