ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় চলন্ত বাসে তল্লাশি করে একটি অস্ত্রসহ মো. জাবেদ নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুন্ডের কুমিরা এলাকার পরী রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাবেদের বাড়ি স্ব›দ্বীপ উপজেলার উড়িরচরে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে সীতাকুন্ডগামী একটি বাসে স্বন্দ¦ীপের উড়িরচরে যাচ্ছিলেন জাবেদ। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশী চালানো হয়। এ সময় জাবেদের ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়। জাবেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সীতাকুন্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম