চট্টগ্রামের হাটহাজারী থেকে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চৌধুরী হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার এসআই নুরে এ হাবিব ফয়সাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকেলে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটির শরীরে পচন ধরেছে। পরে ওই নবজাতকের লাশ গাউছিয়া কমিটির মাধ্যমে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এএম