ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ পারভেজ রহমান (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। আজ উপজেলার দাঁতমারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল কবির বলেন, সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে ঘটনাস্থলেই যাত্রী পারভেজ নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/এএম