চট্টগ্রামের অপরাধ আখড়া হিসেবে খ্যাত জঙ্গল ছলিমপুরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. জাহাঙ্গীর ওরফে গিট্টু জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে জঙ্গল ছলিমপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া গিট্টুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার। তিনি বলেন, শনিবার রাতে ছলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে একটি করে বিদেশি পিস্তল, এসবিবিএল, কাতুর্জসহ গিট্টু জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
তিনি বলেন, গিট্টু দীর্ঘদিন ধরে ছলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রুপ নিয়ন্ত্রণ করতো। এলাকায় চাঁদাবাজি, ভূমি দলসহ নানান অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল তার গ্রুপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত।
বিডি-প্রতিদিন/শফিক