কৃষিজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রণোদনা পাচ্ছেন চট্টগ্রামের কৃষকরা। চট্টগ্রামের ১৫ উপজেলায় অন্তত ৮০ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ।
বোরো মৌসুমকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের প্রণোদনা হিসেবে উচ্চ ফলনশীল বীজ ও সার সহায়তা দেয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান জানান, প্রথম ধাপেই ৪৮ হাজার কৃষককে দুই কেজি করে হাইব্রিড ধানবীজ দেয়া হবে। পাশাপাশি ২৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেয়া হবে। প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী জাতের বীজ দেয়া হবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি রবি মৌসুমে ৬৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসব জমিতে আবাদের জন্য দুই ক্যাটাগরিতে ৭৩ হাজার এবং রবিশস্য উৎপাদনের জন্য আরও ৭ হাজার চাষিকে প্রণোদনা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় এবার ৮০ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। মিরসরাইয়ের ৬৭৫, ফটিকছড়ির ৩১২৫, হাটহাজারীর ১৮শ', রাউজানের ১৮শ', রাঙ্গুনীয়ার ২৮৭৫, বোয়ালখালীর ৭৫০, পটিয়ার ১৮শ', কর্ণফুলীর ৩৫০, আনোয়ারার ২২শ', চন্দনাইশের ১৩৭৫, লোহাগাড়ার ১৫৫০, সাতকানিয়ার ২৭শ' এবং বাঁশখালীর ৪ হাজার কৃষক এসব প্রণোদনা পাবেন।
বিডি-প্রতিদিন/বাজিত